#SignsOfAllah #নিদর্শন #bangla

S2E68 | 2:117 | তাদের অন্তর একই রকম | Quranic thoughts in Bangla যারা কিছু জানে না, তারা বলে, আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না? অথবা আমাদের কাছে কোন নিদর্শন কেন আসে না? এমনি ভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে। তাদের অন্তর একই রকম। নিশ্চয় আমি উজ্জ্বল নিদর্শনসমূহ বর্ণনা করেছি তাদের জন্যে যারা প্রত্যয়শীল।
watch it on youtubehttps://www.youtube.com/watch?v=A0M_aVwS7aA&ab_channel=QuranicThoughtsinBangla