S2E25 | 2:62 | তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে | Quranic thoughts in Bangla

নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদী, নাসারা ও সাবেঈন, (তাদের মধ্য থেকে) যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে। আর তাদের কোনই ভয়-ভীতি নেই, তারা দুঃখিতও হবে না।
WATCH IT ON YOUTUBEhttps://www.youtube.com/watch?v=ozAwDRuwYJw