ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের অভিজাত ক্লাবে নাম লেখালো গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো তাদের শেয়ারের মূল্য এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) মার্কিন ডলার ছাড়িয়েছে। এদিন ০.৮৭ শতাংশ বেড়ে অ্যালফাবেটের প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় ১৪৫১.৭০ ডলার।

চতুর্থ মার্কিন প্রতিষ্ঠান হিসেবে ট্রিলিয়ন ডলার ক্লাবে পা রাখলো গুগলের জন্মদাতা প্রতিষ্ঠানটি। এর আগে এ ক্লাবে পা রেখেছে অ্যাপল, মাইক্রোসফট ও অ্যামাজন। এর মধ্যে অ্যাপলের বাজারমূল্য সবচেয়ে বেশি, প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার। মাইক্রোসফটের মূল্য প্রায় ১.৩ ট্রিলিয়ন ডলার।

তবে এই মুহূর্তে ট্রিলিয়ন ডলার ক্লাবে নেই অ্যামাজন। বর্তমানে তাদের মোট বাজার মূল্য ৯৩০ বিলিয়ন ডলার। বিশ্বের সেরা ই-কমার্স সাইট অ্যামাজন ২০১৮ সালের সেপ্টেম্বরে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছিল।

বর্তমান বিশ্বে সবচেয়ে দামি প্রতিষ্ঠান সৌদি আরবের তেল কোম্পানি আরামকো। গত মাসে তাদের বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলার স্পর্শ করেছিল। বর্তমানে আরামকোর শেয়ারের বাজার মূল্য প্রায় ১.৮ ট্রিলিয়ন ডলার।