লকডাউনের যেসব ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে, তার একটা বড় অংশজুড়েই রয়েছেন মধ্যবিত্ত বা উচ্চমধ্যবিত্তরা। অধিকাংশেরই খাবারের নিশ্চয়তা রয়েছে। ফলে লকডাউন হয়ে দাঁড়িয়েছে এক বিরক্তিকর ছুটি। বিরক্তি কাটাতে কেউ ভিডিও চ্যাট করছেন, কেউ বা ফেসবুক লাইভে গান গাইছেন। কিন্তু এর পাশে আর একটা ছবিও রয়েছে। মাইলের পর মেইল পায়ে হেঁটে বাড়ি ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকদের মিছিল। সেখানে গান নেই, ‌‘ছুটি’ নেই, রয়েছে আগুপিছুহীন উৎকণ্ঠা।
বিস্তারিত- https://www.jagonews24.com/international/news/575909
Subscribe our Youtube Channel: http://bit.ly/2S8kg3y