এমন সকাল কখনো দেখেনি বেইলি রোডের বাসিন্দারা। অন্যান্য দিনের মতো বেইলি রোডে চলছে না গাড়ি। যদিও সাধারণ মানুষের চলাচল রয়েছে এ পথে। একটু পর পর ফায়ার সার্ভিসের গাড়ি, টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে নেই গাড়ির হর্ন কিংবা রিকশার বড় জটলা।