গত বছরের ফেব্রুয়ারি মাসে গুলশানের একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়। যথারীতি গঠিত হয় তদন্ত কমিটি। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুন লাগা ভবনে কোনো ফায়ার সেফটি ও ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না।